Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

আপনাদের মধ্যে যারা অনলাইনে সম্পূর্ণ বিনা করচে আন্তর্জাতিক মানের কোর্স আর সার্টিফিকেট পেতে চান তাদের জন্যই এই পোস্ট।
যারা ওয়েবে HTML5, সাইবার সিকিউরিটি, ডিজাইনের বেসিক কোর্স কিংবা পছন্দের অন্য কোন কোর্স অনলাইনে সম্পূর্ন বিনা খরচে করতে চান তারা ট্রাই করে দেখতে পারেন।আই-ভার্সিটি নামে জার্মানভিত্তিক একটি সংস্থা পৃথিবীজুড়ে তরুণ-তরুণীদের জন্য এই কোর্স চালু করেছে। এগুলো জিআইজেড এবং ইইউসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাহায্যপুষ্ট।

আর একটি কথা আপনি যদি এদের এমবাসেডর হতে পারেন তাহলে আপনার জন্য আছে একটা মেগা পুরস্কার। এই পরস্কার স্বরুপ আপনি পাবেন: 1. একটি আইপ্যাড মিনি। 2. একটি এমবাসেডর ব্যাজ। 3. একটি সার্টিফিকেট।
4. একটি ব্লগ ( যাতে কোর্স চলাকালিন প্রতি সপ্তাহে একটি পোষ্টের জন্য আপনাকে দেওয়া হবে 500 ইউরো)।

এই সাইটের সকল কোর্সের লিন্ক https://iversity.org/courses?r=83bfc । এই লিন্কে ক্লিক করে সকল কোর্সের নাম, বিবরণ এবং কোর্সে নিবন্ধনের লিন্কে যেতে পারবেন। আর তা না হলে নিচের লিন্ক হতে আপনার পছন্দ মত কোর্সে সরাসরি যেতে পারেন।
শিরোনাম অনুযায়ি কোর্সের লিন্ক:
https://iversity.org/c/18?r=83bfc (ওয়েব ইঞ্জিনিয়ারিং)
https://iversity.org/c/2?r=83bfc (ডিজাইনের বেসিক কোর্স)
https://iversity.org/c/28?r=83bfc (সাইবার সিকিউরিটি কোর্স)
https://iversity.org/c/19?r=83bfc (মোবাইল এইচটিএম৫ অ্যাপ্স)
https://iversity.org/c/6?r=83bfc (ফিউচার অব স্টোরি টেলিং/ যারা সাংবাদিকতায় আছেন বা সাংবাদিক হতে চান তাদের কাজে লাগতে পারে)
https://iversity.org/c/7?r=83bfc (ইউরোপিয়ান গ্লোবাল গভর্ননেন্স স্টাডিজ)
https://iversity.org/c/27?r=83bfc ( আপনার ইউনিক এবং এমন কোন আইডিয়া আছে যা দিয়ে বদলে দিতে চান সারা পৃথিবী? তাহলে তা বাস্তবায়িত করার কৌশল শিখে নেন।)
https://iversity.org/c/9?r=83bfc (সোশ্যাল এন্টারপ্রেনারশিপ)
https://iversity.org/c/10?r=83bfc (ডিএনএ স্ট্রাকটার টু থেরাপি)
https://iversity.org/c/24?r=83bfc (পলিটিক্যাল ফিলোসফি)

কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যেই করা যাবে। তাই চাইলে এখনই রেজিষ্ট্রেশন করে ফেলতে পারেন। তবে আমার কথায় সন্দেহ হলে সাইটের বিভিন্ন্ বিষয়গুলো ভালকরে পড়ে বুঝে-শুনে তারপরই না হয় রেজিষ্ট্রেশন করেন।

আরেকটি কথা এখানে কিছূ কোর্স আছে যা জার্মান ভাষায় যেহেতু আমার বাঙালি আর জার্মান ভাষা জানা লোকতো নাই বললেই চলে তাই দেখে শুনে ইংরেজী কোর্স করতে পারেন।

বি:দ্র: এই লেখাটা হবহু কপি করে আপনার ব্লগ, ফেইসবুক পেইজ, ফেইসবুক টাইম লাইন, বা অন্যকোন সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন। কারন এই লেখা থেকে আপনি যা জানতে পারলেন আপনার অন্যান্য বন্ধুদেরকেও তা জানতে সুজোগ দিন।
ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib