Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]


অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ রুপান্তর করার প্রয়োজন পড়ে কিন্তু অনেকেই জানিনা কি করে সেটা করতে হয়।
একটি ছোট্ট সফটওয়্যার ব্যবহার করেই কাজটি খুব সহজে করা যায়। এমনকি বাংলা লেখাও হুবহু থাকবে, কোথাও ভেঙে যাবে না। এর জন্য প্রয়োজন ‘ডুপিডিএফ’ নামের ৩.৯৯ মেগাবাইটের একটি সফটওয়্যার।

সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করুন,
http:// www.dopdf.com/quick-download.php ঠিকানা থেকে।

সফটওয়্যারটি সঠিক নিয়মে আপনার কম্পিউটারে ইনস্টল করুন।

এবার যে ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর করতে চান, সেই ওয়ার্ড ফাইলটি ওপেন করুন।

এবার File এ গিয়ে Print এ ক্লিক করুন অথবা কী-বোর্ডে Ctrl+P চাপুন।

এবার Print উইন্ডো আসবে সেখানে Print Name অপশনে doPDF নির্বাচন করে OK করুন।

এবার যে উইন্ডো আসবে সেখানেও OK করুন।

ব্যাস, তৈরি হয়ে গেল আপনার পিডিএফ ফাইল।

যে ফোল্ডারে আপনার ওয়ার্ড ফাইলটি আছে, ঠিক সেই ফোল্ডারেই পেয়ে যাবেন একই নামের পিডিএফ ফাইল

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib